সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার পানিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে উপজেলার নিজ গ্রাম পানিশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে সকাল সাড়ে ৯টায় সময় তাঁর প্রতি প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেনের নেতৃত্বে সেনা সদস্যের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।
এরপর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ।
এসময় ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈম, বীর মুক্তিযোদ্ধা সুবাস কান্ত সরকার, মোজাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান আসাদউদ্দৌলা মিলন, সারোয়ার আলম, রিপন আহমেদ।
উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ডায়াবেটিস ও কিডনী সমস্যায় অনেকদিন যাবত ভুগছিলেন। তিনি ২৪ মে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


প্রকাশিত: মে ২৬, ২০২৪ | সময়: ৪:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ