রাণীনগর-আত্রাই উপজেলায় তিন পদে ৩৮ জনের মনোনয়ন দাখিল

রাণীনগর প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় তিনটি পদে মোট ৩৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রাণীনগরে ২২জন এবং আত্রাই উপজেলায় ১৬জন মনোনয়নপত্র দাখিল করেন।
আত্রাই উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়,বৃহস্পতিবার (২ মে) বিকেল চারটা পর্যন্ত আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন,বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবাদুর রহমান প্রামানিক,সাধারণ সম্পাদক আক্কাস আলী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ বেগম, আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, আওয়ামী লীগ সমর্থক সন’ কুমার, দিঘা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাতাব উদ্দীন, আজিজুর রহমান ও একরামুল বারী।
ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফছার প্রামানিক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা আকতার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামছুন নাহার, মিতু বানু এবং রওশন আরা পারভীন।
এদিকে রাণীনগর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, এই উপজেলায় তিনটি পদে মোট ২২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বিএ, আসাদুজ্জামান আসাদ, সুজিত কুমার সাহা, আসাদুজ্জামান পলাশ, মির মোয়াজ্জেম হোসেন, ইয়াকুব আলী প্রামানিক, আহসান হাবিব মিলন, গোলাম রাব্বানী এবং আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মামুন হোসেন, সাদেকুল ইসলাম, তুষার বুলবুল, জাহাঙ্গীর আলম, প্রদ্যুত কুমার ও মামুন হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,বেদেনা বেগম,রুমা বেগম,মমতাজ বেগম এবং মর্জিনা।


প্রকাশিত: মে ৩, ২০২৪ | সময়: ৪:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ