দুর্গাপুর, আদমদীঘি ও পুঠিয়ায় প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। একই পদে দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল টিউবওয়েল প্রতীক, শ্রমিক লীগ নেতা শামীম ফিরোজ তালা প্রতীক ও মোসাব্বের সরকার জিন্নাহ টিয়া প্রতীক পেয়েছেন।
এছাড়াও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ফুটবল প্রতীক ও সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম কলস পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রতীক সম্বলিত ব্যানার ফেস্টুন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দোয়া কামনা করেছেন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামানিক জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ২০ মে মধ্যরাতে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।
আদমদীঘি প্রতিনিধি: ২য় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে ৭জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মেজবাউল করিম।
জানা যায়, আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদের বিপরীতে লড়বেন ৭জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ ও ভাইস চেয়ারম্যান পদে ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু প্রতীক পেয়েছেন আনারস, সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা প্রতীক পেয়েছেন মটরসাইকেল এবং সিনিয়র প্রভাষক তোফায়েল হোসেন লিটন প্রতীক পেয়েছেন ঘোড়া। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু প্রতীক পেয়েছেন।
টিউবওয়েল এবং উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি প্রতীক পেয়েছেন চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাঁপা প্রতীক পেয়েছেন হাঁস এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান কুইন প্রতীক পেয়েছেন প্রজাপতি।
এদিকে প্রতীক বরাদ্দের পরেই বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীর সমর্থকরা।
উপজেলা নির্বাচনে পুঠিয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
পুঠিয়া প্রতিনিধি: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২ মে সকালে রাজশাহী জেলা প্রসাশকের সভা কক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এখন থেকে প্রচারণায় নামতে পারবেন এই উপজেলার প্রার্থীরা।
এদিন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) কল্যান চৌধুরী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় পুঠিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন হলেন জিএম হিরা বাচ্চু (মোটর সাইকেল) প্রতীক, আব্দুস সামাদ (আনারস) প্রতিক, আহসানুল হক মাসুদ (ঘোড়া) প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন আব্দুল মতিন মুকুল (চশমা), ফজলে রাব্বি মুরাদ (টিউবওয়েল), জামাল উদ্দিন (তালা) প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন হলেন মৌসুমি রহমান (বৈদ্যুতিক পাখা), পরিজান বেগম (ফুটবল), শাবনাজ আক্তার (হাস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা।


প্রকাশিত: মে ৩, ২০২৪ | সময়: ৪:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ