ডাঃ কাইছার রহমান চৌধুরীর ২৯তম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: মহান মে দিবস ও ডাঃ কাইছার রহমান চৌধুরীর ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পহেলা মে বুধবার ডাঃ কাইছার রহমান চৌধুরী হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, দুঃস্থ রোগিদের ফ্রি অষুধ বিতরণ ও পথচারীদের মাঝে লেবুর শরবত বিতরণ করা হয়।
হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ড. ফয়সাল কবির চৌধুরীর সৌজন্যে ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি ক্যাম্পে প্রায় দুশতাধিক রোগির চিকিৎসা প্রদান করেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ আইবিএমসিএইচ এর কার্ডিওলোজী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এম এ খালেক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আশিস কুমার, জেনারেল ফিজিসিয়ান ডাঃ সেলিম রেজা। দুঃস্থ রোগিদের ফ্রি অষুধ বিতরণ করেন ড. ফয়সাল কবির চৌধুরীর ছেলে ফাহাদ কাইছার চৌধুরী ও ফাহমিদ কাইছার চৌধুরী। ক্যাম্পে আগত সব রোগি, স্বজন ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানীয় বোতল ও লেবুর শরবত বিতরণ করা হয়।


প্রকাশিত: মে ৩, ২০২৪ | সময়: ৪:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ