সর্বশেষ সংবাদ :

সড়কে বাড়ির সিঁড়ি নির্মাণ তদন্তে প্রকৌশল দপ্তর

বাগমারা প্রতিনিধি: শনিবার দৈনিক সানশাইনসহ কয়েকটি পত্রিকায় বাগমারায় ‘ব্যাস্ত সড়কে বাড়ির সিঁড়ি নির্মাণ’ শিরনামে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে তদন্ত করেছে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর।
ঘটনায় সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। রবিবার সরজমিন তদন্তে আসেন তদন্ত টিম। বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের মৃত বছির উদ্দীনের পুত্র নাজিম উদ্দীন স্বর্ণকার সরকারি প্রধান রাস্তায় বসতবাড়ির সিঁড়ি নির্মাণ করেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বাইগাছা গ্রামের এমরান আলী। দুইমাস অতিবাহিত হলেও কোনরূপ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
নিরুপায় হয়ে অভিযোগকারী সংবাদ কর্মীদের দ্বারস্থ হন। অবশ্য গত শনিবার স্থানীয় সরকার প্রকৌশলী খলিলুর রহমান এবং বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর দৃষ্টি আকর্ষণ করা হলে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে সংবাদ কর্মীদের আশ্বস্ত করেন।
তদন্ত কমিটির নিকট জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য জানান, ঘটনায় শতভাগ সত্যতা পাওয়া গেছে। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তদন্ত রিপোর্ট পেশ করবেন।


প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪ | সময়: ৫:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ