বাগমারায় চালকল মালিক ও ব্যবসায়ীদের সাথে ইউএনও’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার, বাগমারা: চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের নিয়ে রাজশাহীর বাগমারায় খাদ্য অধিদপ্তরের উদ্যোগে রাইস মিল (অটোমেটিক ও হাস্কিং) থেকে পাইকারী ও খুরচা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠ ব্যবস্থাপনা, উৎপাদন, সরবরাহ, মূল্য অবহিতকরন এক সভা বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
সভায় অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা চালকল মালিক কমিটির সভাপতি নজরুল ইসলাম, চালকল মালিক কমিটির সদস্য সাইফুল ইসলাম, সামসুল ইসলাম, আনোয়ার হোসেন, চাল ব্যবসায়ী জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় চালকল মালিকদের বস্তার গায়ে ধান চালের পূর্ণ বিবরন ও তারিখ নির্ধারন, মাপকাঠি সঠিক করতে আহবান জানানো হয়। এছাড়াও চাল ব্যবসায়ীদের বস্তার ওজনসহ সব কিছু দেখে ক্রয় ও বিক্রয় করার আহবান জানান।


প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ | সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ