বড়াইগ্রামে নদী খননের মাটি বিক্রি বন্ধ করলেন ইউএনও

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে সরকারীভাবে খনন করা নদী ও খালের মাটি বিক্রি বন্ধ করলেন ইউএনও আবু রাসেল। শনিবার দৈনিক সানশাইনসহ ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে সচিত্র সংবাদ প্রকাশ হলে তিনি সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় মাটিখেকোরা এক্সকেভেটর ও টাক্টর নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, কয়েকদিন যাবৎ উপজেলার পারগোপালপুর অংশে খলিসাডাঙ্গা নদী এবং ধানাইদহ বিলে ঠেঙ্গামারা খালের মাটি দুটি এক্সকেভেটর (ভেকু মেশিন) দিয়ে কেটে গাড়ি প্রতি ১০০০-১৩০০ টাকা দামে বিক্রি করছিল প্রভাবশালীরা।
এ ঘটনায় শনিবারের দৈনিক সানশাইনে ‘নদী খননের মাটিও খাচ্ছে মাটিখেকোরা’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। পরে বিকালে অভিযান চালিয়ে ইউএনও মাটি কাটা বন্ধ করে দেন। রবিবার সরেজমিন ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ দেখা যায়। এতে স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশের পাশাপাশি উপজেলা প্রশাসনসহ সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইউএনও আবু রাসেল জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। নদী খননের মাটি কাউকে বিক্রি করতে দেয়া হবে না।


প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ | সময়: ৪:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর