সর্বশেষ সংবাদ :

নতুন ব্যাটিং ও বোলিং কোচ পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারত বিশ্বকাপের পর থেকে কোচিং স্টাফে বেশ রদবদল হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। তবে ব্যাটিং কোচ বদল হয়েছে বিশ্বকাপের আগেই। প্রায় কয়েক মাস অপেক্ষার পর লিটন দাস-তাওহীদ হৃদয়রা বোলিং কোচ এবং ব্যাটিং কোচ পেলেন। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কোচ হিসেবে ডেভিড হেম্প ও আন্দ্রে অ্যাডামসের নাম ঘোষণা করেছে।
বিশ্বকাপের আগে বাংলাদশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেমি সিডন্স। তবে তাকে সরিয়ে নতুন করে কোচ নিয়োগ না দিয়ে দায়িত্ব দেওয়া হয় নিক পোথাসকে। এবার স্থায়ীভাবে তার উত্তরসূরি করা হলো হেম্পকে। অন্যদিকে বোলিং কোচ হিসেবে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। দুই মাস সময় নিয়ে তার বদলে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হেম্প বারমুডার সাবেক ব্যাটার। গত বছরের মে থেকে বাংলাদেশের এইচপি দলের সঙ্গে কাজ করছেন তিনি। জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরেও গিয়েছিলেন। এবার তাকে পাকাপাকিভাবেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিলো বিসিবি। ইসিবির লেভেল ৪ কোচিং করা আছে হেম্পের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন তিনি। বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে খেলেছেন হেম্প। ২০২০ থেকে ২০২২ সাল অবধি পাকিস্তান নারী দলের হেড কোচ ছিলেন তিনি।
অন্যদিকে বোলিং কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত অ্যাডামস নিউজিল্যান্ডের সাবেক পেস বোলিং অলরাউন্ডার। অকল্যান্ডে জন্ম নেওয়া সাবেক এই ক্রিকেটার সব ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন তিনি। এক দশকের বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন তিনি। সবশেষ নিউজিল্যান্ড দলের পাকিস্তান সফরে বোলিং কোচ ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজ দিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করবেন নতুন দুই কোচ।
প্রসঙ্গত, কয়েক মাস জাতীয় দলের নতুন ব্যাটিং, পেস বোলিং, ট্রেনার ও পারফরম্যান্স অ্যানালিস্ট কোচ নিয়োগের জন্য আন্তর্জাতিক বিজ্ঞপ্তি দেয় বিসিবি। বিভিন্ন দেশ ও বিদেশের কোচরা নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে আবেদন করেন। সেখান থেকে বাছাইকৃতদের সাক্ষাৎকার নেওয়া হলে তাদের মধ্যে থেকে তিন জন করে ব্যাটিং ও পেস বোলিং কোচের নাম সুপারিশ করে কোচ নিয়োগ কমিটি। পরবর্তীতে বিসিবির বোর্ডে কোচদের নাম চূড়ান্ত হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর