সর্বশেষ সংবাদ :

হকির ম্যারাডোনা’ শাহবাজ আবারও আসছেন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক: দুই বছর আগে ফ্র্যাঞ্চাইজি হকি লিগে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মার উপদেষ্টা কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন শাহবাজ আহমেদ। এবার আসছেন প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিংয়ের দায়িত্ব নিয়ে। সেখানে উপদেষ্টা কোচ হয়েই কাজ করার ইচ্ছা ৫৬ বছর বয়সী সাবেক পাকিস্তানি তারকার। এরই মধ্যে ঢাকার ক্লাব থেকে তার ভিসার জন্য আবেদন করা হয়েছে।
উপমহাদেশের হকিতে শাহবাজ আহমেদের অন্যরকম পরিচিতি আছে। তাকে বলা হয় ‘হকির ম্যারাডোনা’। পাকিস্তানের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এই তারকা এবার মোহামেডানের হয়ে কাজ করবেন। এই দলের হয়ে ৯০ দশকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহবাজ। সেসময় তার সঙ্গে তাহির জামান ও কামরান আশরাফও ছিলেন।
ঢাকায় আসার আগে শাহবাজ বলেছেন, ‘আমার কিছু দিনের জন্য মোহামেডানে পরামর্শক হয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ভিসা প্রাপ্তির ওপরে অনেক কিছু নির্ভর করছে। এই ক্লাবের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ঢাকায় এসে দলকে নানাভাবে সাহায্য করে যাবো, যেন দল লিগে ভালো করতে পারে।’
শাহবাজও ঢাকায় আসার জন্য উদগ্রীব। লাহোর থেকে ফোনে বলছিলেন, ‘আগেরবার সত্যি পুরো সময়টুকু উপভোগ করেছি। দীর্ঘদিন পর ঢাকায় এসে সেবার সম্মানিত বোধ করেছিলাম। আবারও আসতে চাই।’ মোহামেডানের কোচ শহীদুল্লাহ্ টিটুও জানালেন, ‘শাহবাজকে আমরা আনতে যাচ্ছি। ভিসার জন্য আবেদন করা হয়েছে।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ