তানোরে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ চারজন আটক 

স্টাফ রিপোর্টার : 
র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১১ ফেব্রুয়ারী দুপুর সাড়ে বারোটায় রাজশাহী জেলার তানোর থানাধীন তানোর মডেল পাইলট হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আসামী ০১। মোঃ অসিম আলী (২৮), পিতা- মোঃ মজিবর রহমান, মাতা- মোসা: হাসনা বিবি, সাং- গুবিরপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী, ০২। মো: শহিদুল ইসলাম (৪৮), পিতা- মোঃ মৃত লাহার প্রামানিক, মাতা- মৃত জোবেদা বেওয়া, সাং- রায়তান আকচা, থানা- তানোর, জেলা- রাজশাহী, ০৩। মো: শাহআলম (২৫), পিতা- মোঃ গোলাম রব্বানী, মাতা- মোসা: শাহানারা বিবি, সাং- গুবিরপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী ও ০৪। মোঃ মমিনুল ইসলাম মুকুল (৪৫), পিতা- মৃত সেকান্দার আলী, মাতা- মৃত লালভানু, সাং- গুবিরপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীদেরকে নগদ -৯৯০/- টাকা, টালি খাতা-০৩ টি, কলম-০১ টি সহ গ্রেফতার করে।

 

 

গ্রেফতারকৃত আসামীরা ঘটনাস্থল হতে অটোরিক্সা, পণ্যবাহি গাড়ী ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা,পণ্যবাহি গাড়ী ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করেন। উক্ত আসামীগনদের বিরুদ্ধে রাজশাহী জেলারতানোরথানায়চাঁদাবাজিমামলারুজুহয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদের আসামীরা ঘটনাস্থল হতে অটোরিক্সা,পণ্যবাহি গাড়ী ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা,পণ্যবাহি গাড়ী ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করেন মর্মে সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত উক্ত আসামী গনদেরকে আইনগতব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার তানোর থানায়এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ | সময়: ৯:১৩ অপরাহ্ণ | Daily Sunshine