অহংকারের একুশে

সানশাইন ডেস্ক : একুশ বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের নাম। একুশ বাঙালি জাতির চেতনার প্রেরণা নাম। একুশ বাঙালির দামাল ছেলেদের ভাষার জন্য রক্ত দেয়ার ইতিহাসের নাম। একুশে ফেব্রুয়ারি কিংবা ৮ ফাল্গুন যেই তারিখই বলুন সেই দিন মাতৃভাষা বাংলার জন্য বাংলা মায়ের দামাল ছেলেদের তাজা রক্তে ঢাকার পিচঢালা পথ রঞ্জিত হয়েছিল। প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা। একুশে ফেব্রুয়ারি এখন শুধু আর আমাদের নয়। আন্তজাির্তক মাতৃভাষা দিবস এখন। একুশে ফেব্রুয়ারি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের পিছনের দিকে যেতে হবে। ১৯৪৭ সালে দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে জন্ম হলো দুটি রাষ্ট্রের পাকিস্তান-ভারত। পাকিস্তান আবার দুটি অংশে বিভক্ত ছিল পূবর্ পাকিস্তান (আজকের বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তান। এই দুই অংশের ভিতর দূরত্ব ছিল প্রায় ১৮০০ কিঃ মিঃ। আর তাদের ভাষা, কৃষ্টি, কালচারেও ছিল যোজন যোজন দূরত্ব। বহু জাতিসত্তা নিয়ে গঠিত পাকিস্তানের ৬ শতাংশ মানুষের ভাষা ছিল উদুর্, আর ৫৪ শতাংশ মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষাকে পাশ কাঠিয়ে সংখ্যালঘুদের মুখের ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ