ক্ষমা চাইলেন সৌদি আরবের কোচ

স্পোর্টস ডেস্ক: অনেক আশা নিয়ে এশিয়ান কাপে খেলতে এসেছিল সৌদি আরব। কিন্তু আরব দেশটির অগ্রযাত্রা থেমেছে শেষ ষোলোতে। টাইব্রেকারে তাদের ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। অবশ্য আরব দেশটির বিদায় ছাপিয়ে ম্যাচটা আলোচনায় চলে এসেছে দলটির কোচ রবার্তো মানচিনির কারণে। দক্ষিণ কোরিয়ার শেষ পেনাল্টির আগে মাঠ ছেড়ে যান তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি ক্ষমা চেয়ে বলেছেন, ‘আমি ক্ষমা চাচ্ছি। মনে করেছি ম্যাচটা শেষ। কাউকে অসম্মান করতে এমনটা করিনি।’
অথচ ম্যাচে ৯ মিনিটে অগ্রগামিতা পেয়েছিল সৌদি আরব। ১-০ গোলের লিড পেলেও নাটকীয়ভাবে যোগ হওয়া সময়ের শেষ দিকে তার দল সেটি হাতছাড়া করে গোলহজম কর। ১-১ সমতার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তার পর টাইব্রেকারে ম্যাচ গড়ালে সেখানে দুটি স্পট কিক মিস করে সৌদি আরব। তখন শেষ স্পট কিকটি নেওয়ার কথা দক্ষিণ কোরিয়ার হাং হি চ্যানের। কিন্তু প্রতিপক্ষ দলের স্পট কিক না দেখেই ড্রেসিং রুমে চলে যান মানচিনি। সেই স্পট কিকেই মূলত দক্ষিণ কোরিয়ার বিজয় নিশ্চিত হয়েছে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলে সৌদি আরবের কোচ মানচিনি বলেছেন, ‘আগেভাগে চলে যাওয়া ক্ষমা চাচ্ছি। ছেলেরা যে চেষ্টাটা করেছে তার জন্য তাদের ধন্যবাদ। তারা অনেক উন্নতি করেছে।’ আগস্টে সৌদি আরবের কোচ হন মানচিনি। লক্ষ্য ছিল ১৯৯৬ সালের পর দলটাকে এশিয়ান কাপের শিরোপা জেতানো। এবার হয়নি যদিও। এখন আরও উন্নতি করার পণ করেছেন তিনি, ‘এখন আমরা একটা টিম। তবে এটা পরিষ্কার যে আমাদের আরও উন্নতি করতে হবে।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪ | সময়: ৭:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ