পদ্মার জালে ধরা পড়া ১৩ কেজির বাগাড় ১১ হাজারে বিক্রি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে এক জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় এই মাছটি ধরা পড়ে। পরে নদীর ধারে চুক্তিমূল্যে মাছটি কিনে নেন চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ। পদ্মা নদীর ধারে এই মাছ দেখতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ অনেকে ভিড় করে।
কালিদাসখালী চরের জেলে হাসিনুর মন্ডল বলেন, ‘অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। পদ্মার অদূরে সকালে মাছটি ধরা পড়ে জালে। পরে মাছটি চুক্তিমূল্যে ১১ হাজার টাকায় বিক্রি করি। এ বছর নিজে প্রথম একটি বড় আকারের বাগাড় মাছ পেলাম। এতে আমি অত্যন্ত খুশি।’
মাছ ক্রেতা চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক তানভীর আহম্মেদ বলেন, ‘পদ্মা নদীতে ধরা পড়া ১৩ কেজি ওজনের বাগাড় মাছটি ১১ হাজার টাকা দিয়ে কিনেছি।’
তানভীর আহম্মেদ বলেন, ‘আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায়। বাঘা উপজেলার পদ্মার চরে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করি। পদ্মা নদীর তাজা বড় আকারের মাছ পেলে কেনার জন্য বলেন আমার খালাতো ভাই শাহিনুর রহমান। তিনি ঢাকায় থাকেন। পরে তাঁর সঙ্গে কথা বলে ১৩ কেজি ওজনের বাগাড় কিনেছি।’


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪ | সময়: ৫:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ