জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল

সানশাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা (এমপি) স্বতন্ত্রই আছে। আর দল যদি বলেন, তাহলে বিরোধী দল জাতীয় পার্টি।’
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি ১১টি আসনে জিতছে। আর স্বতন্ত্ররা ৬২ আসনে জিতছে। এমন পরিস্থিতিতে সংসদের বিরোধী দল কারা হবেন—জানতে চাইলে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘বিরোধী দল কারা হওয়া উচিত?’
পরে সাংবাদিকরা বলেন, দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হওয়া উচিত। এ সময় কাদের বলেন, ‘তাহলে ধরে নিন তারাই হচ্ছে। আর তাদের দল হচ্ছে জাতীয় পার্টি।’ বিরোধী দলীয় নেতা প্রসঙ্গে তিনি বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধী দল বলে কোনও কিছু না থাকলেও বিরোধী দলীয় নেতার বিষয়টি রয়েছে। কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের। স্পিকার যাকে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেবেন, তিনি সংসদে প্রধান বিরোধী দলের নেতা হবেন।
বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সব দলই তো মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষের দল, তারা তো স্বাধীনতার বিপক্ষে। যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, সে স্বাধীনতাকেও বিশ্বাস করে না। কাজেই ওরকম বিরোধিতা আমরা চাই না। মুক্তিযুদ্ধের বিরোধীরা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংসদে বিকৃত করবে, এমনটা আমরা প্রত্যাশা করি না।’


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ | সময়: ৫:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর