মাইনাস ৪৪ ডিগ্রিতে সুইডেনের তাপমাত্রা

সানশাইন ডেস্ক: চলতি শীত মরসুমে কয়েক দশকের রেকর্ড ভেঙ্গে ফেলেছে সুইডেনের তাপমাত্রা। দেশটির উত্তরাঞ্চলের ভিটাঙ্গি গ্রামের তাপমাত্রা চলতি মাসের প্রথম সপ্তাহে মাইনাস ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা দেশটির গত ৫৮ বছরের মধ্যে সর্বনিম্ন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।
সুইডিশ মেটিরোলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউট (এসএমএইচআই) মঙ্গলবার জানিয়েছে, কিরুনা পৌরসভার ভিটাঙ্গিতে ৫ জানুয়ারি রেকর্ড-ভাঙা শীতল আবহাওয়া দেখা গেছে। ওইদিন সেখানকার তাপমাত্রা মাইনাস ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪৮ দশমিক ২ ডিগ্রি ফারানহাইট) রেকর্ড করা হয়।
এই ধরনের শীতল আবহাওয়ার রেকর্ড সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য জনসাধারণের কাছে ঘোষণাটি বিলম্বিত করেছেন বিশেষজ্ঞরা। ১৯৬৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল সুইডেন। তখন দেশটির নরবোটেন অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৬২ দশমিক ৬ ডিগ্রি ফারানহাইট)নেমেছিল।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ