রাজশাহী কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আব্দুল লতিফ (৬৬) নামে এক জামায়াতে ইসলামীর নেতা মারা গেছেন। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি পবা উপজেলার হরিপুর এলাকার বাহার আলীর ছেলে। তিনি রাজশাহী নগরের দামকুড়া থানা জামায়াতের আমির ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, নাশকতা ও বিস্ফোরক মামলায় ১৮ ডিসেম্বর থেকে আবদুল লতিফ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সকালে তিনি মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার অসুস্থ হয়ে পড়লে আবদুল লতিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সকালে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু সনদে উচ্চ রক্তচাপে মৃত্যুর কারণ উল্লেখ করা আছে। বিকেলে পরিবারের কাছে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ