স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু, নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার, নওগাঁ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ পত্নীতলা ও ধামইরহাট আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেছেন। শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি।
শুক্রবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে ইসি সূত্রে জানা গেছে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র উচ্চ আদালতে রিট আবেদনের মাধ্যমে ফেরত পান তিনি। প্রার্থীতা ফিরে পেতে ঢাকায় অবস্থানকালে গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আমিনুল হক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বতর্মানে তিনি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। আগামীকাল শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দিয়ে নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।


প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩ | সময়: ৬:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ