চারঘাট-বাঘায় নৌকার নির্বাচনী প্রচারনায় শারমীন সুলতানা

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহী ৬ চারঘাট-বাঘায় নৌকার মাঝি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে ভোট চেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শারমীন সুলতানা লিলি । বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সকালে চারঘাট এবং বিকেলে বাঘা উপজেলায় পৃথক-পৃথক সভায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আবারো নৌকাকে বিজয়ী করার আহবান জানান তিনি।

সকালে চারঘাট উপজেলা যুবমহিলা লীগের ব্যানারে একটি নির্বাচনী সভা শেষে নির্বাচনের প্রচার মিছিলে অংশ গ্রহন করেন লিলি। এর আগে চারঘাট বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নৌকা প্রতিকে ভোট চান । এরপর বিকেলে বাঘা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে মহিলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ।

এ সময় শারমীন সুলতানা লিলি বলেন, দেশের উন্নয়ন ধরে রাখতে হলে নৌকার কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী যাদের হাতে নৌকা প্রতিক তুলে দিয়েছেন, আপনারা তাকে ভোট দিবেন। এ সময় তিনি চারঘাট-বাঘা থেকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এবং দুইবারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমের কিছু উদাহরণ দিয়ে আবারও তাকে বিজয়ী করার আহবান জানান।

পৃথক-পৃথক এ সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবমহিলা লীগের দপ্তর সম্পাদক সাবরিনা ইতি, কেন্দ্রীয় যুব ও জনশক্তি কর্মসংস্থান মহিলা লীগনেত্রী পাপিয়া ইয়াসমিন রুপু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের কল্যান বিষয়ক সম্পাদক আরিন তানবীন,রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, চারঘাট উপজেলা যুবমহিলা লীগ সভানেত্রী পারভীন নাসরিন, বাঘা উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বাঘার যুব মহিলালীগ নেত্রী মুক্তি খাতুন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট উপজেলা আ’লীগের সিনিয়র নেতা সাইফুল ইসলাম বাদশা,বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল প্রমুখ।

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩ | সময়: ১১:২০ পূর্বাহ্ণ | Daily Sunshine