জয়পুরহাটে অটোভ্যানে তেলবাহী ট্রাকের ধাক্কা দুইজন নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই টিএনটি অফিসের সামনে তেলবাহী ট্রাকের সাথে অটোভ্যানের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়ার উদ্দীনের ছেলে সোবাহান মোল্লা (৬০) ও একই গ্রামের মৃত অসিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)। হতাহত সবাই একই গ্রামের বাসিন্দা।
কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনট থেকে একটি অটোভ্যান কয়েকজন যাত্রী নিয়ে জয়পুরহাটের দিকে আসছিলেন। পথে কালাই টিএনটি অফিসের সামনে পেঁছন থেকে একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোবাহান মোল্লা মারা যায়। এসময় গুরুতর আহত হয় আরও ৪ জন।
এদের মধ্যে রফিকুলকে জয়পুরহাট জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রফিকুল মারা যান। অন্য তিনজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ