সর্বশেষ সংবাদ :

সরবরাহ কমের অজুহাতে হিলিতে বেড়েছে সব ধরণের সবজির দাম

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু, বেগুন, শিমসহ সব ধরনের সবজির দাম । কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে বেশির ভাগ সবজির দাম। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হিলি বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। হিলি বাজারে আলু কিনতে আসা মো, মনিরুজ্জামান বলেন, রবিবার ( ১৭ ডিসেম্বর) প্রতিকেজি দেশি আলু কিনি ৫০ টাকা কেজি দরে। আর আজ সেই আলু কিনতে হলো ৬০ টাকা কেজি দরে।

 

 

 

 

 

 

মনিরুজ্জামান আরও বলেন, সবচেয়ে বেশি বেড়েছে শিমের দাম। ৩ দিন আগে যে শিম বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। সেই শিম আজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।’ বেগুন কিনতে আসা মো, সাহাদত হোসেন বলেন, ‘বেগুনের দামে আগুন লেগেছে। ২০ কেজির বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। কেজিতে বেগুনের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। গতদিন যে বেগুন কিনলাম ২০ টাকা কেজি দরে। আর আজ (মঙ্গলবার) কিনলাম ৪০ টাকা কেজি দরে। এভাবে প্রতিটি তরিতরকারির দাম বেড়েছে। এতে আমাদের মতো নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে।’

 

 

 

 

 

 

তরকারি বিক্রেতা মো. সিরাজুল ইসলাম বলেন, বাজারের বেশিরভাগ সবজি অন্য জেলা থেকে কিনে আনতে হয়। সেখানেই দাম বেড়েছে। ৩ দিন আগে ৪০ টাকা কেজির আলু ৪০ টাকা, ৩০ টাকা কেজির শিম ৭০ টাকা , ১৫ টাকা কেজির বেগুন ৩০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। তার সঙ্গে পরিবহন খরচ, লেবার খরচ, নিজের খরচ আছে। গড়ে প্রতিকেজিতে ৫ টাকা খরচ পড়ে। আমরা ৫ টাকা লাভ রেখে বিক্রি করছি।’

সিরাজুল ইসলাম আরও বলেন, ‘মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। তাই প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এখানে আমাদের কি করার আছে।’

 

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ | সময়: ৬:০১ অপরাহ্ণ | Daily Sunshine