রাজশাহীতে কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহী মহানগরীর কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর)দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম। সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের পুর্ব অনুমতি ব্যতিত নগরীতে কোন প্রকার ব্যানার ফেস্টুন লাগানো যাবে না, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত লিফলেট, হ্যান্ডবিল বিতরণে অবশ্যই পুর্ব অনুমতি নিতে হবে। পরি”ছন্ন নগরীর পরিবেশ আরও পরি”ছন্ন রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ভাবে লিফলেট হ্যান্ডবিল বিতরণ করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স ও রেজিস্ট্রেশন হালনাগাদ করার বিষয়ে সকলকে অনুরোধ জানানো হয়েছে। সবুজ, পরিচ্ছন্ন রাজশাহীর পরিবেশকে আরও সুন্দর রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

 

 

সভার সভাপতি কাউন্সিলর নিযাম উল আযীম জানান, নগরবাসীর যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। যার সুফল ভোগ করছে নগরবাসী। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক নির্দেশনায় সুন্দর এ নগরীকে সাজিয়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে সুন্দর পরি”ছন্ন নগরীর সুনাম দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। পুর্ব অনুমতি ব্যতিত কোন প্রকার ব্যানার, ফেস্টুন, লিফলেট, হ্যান্ডবিলের মাধ্যমে প্রচার পরিচালনা করা যাবে না। কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স ও রেজিস্ট্রেশন হালনাগাদ করার বিষয়ে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

 

 

সভায় বক্তব্য রাখেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, সান ডায়াল কোচিং সেন্টারের পরিচালক আহসানুর রহমান।মতবিনিময় সভায় রাসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন সহ লাইসেন্স পরিদর্শকবৃন্দসহ বিভিন্ন কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টারের পরিচালক প্রমূখ উপস্থিত ছিলেন ।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ | সময়: ৬:০০ অপরাহ্ণ | Daily Sunshine