সর্বশেষ সংবাদ :

বিশ্বকাপ জয়ের জন্য ভারত- ই ফেভারিট: টেলর

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপটা হচ্ছে ভারতে। তার ওপর রোহিত শর্মারা ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর তাতো চার ম্যাচেই দেখা গেছে। তাদের মতো একই রকম অপ্রতিরোধ্য গতিতে ছুটছে নিউজিল্যান্ড। আজ তাদের লড়াইয়ের ফলাফল একভাবে নির্ধারণ করে দেবে টুর্নামেন্টের মোমেন্টাম। তার আগে সাবেক কিউই অধিনায়ক রস টেলর কিন্তু ভারতকেই বিশ্বকাপ জয়ের দাবিদার ঘোষণা করে দিয়েছেন।
নিউজিল্যান্ডের মতো ভারতও টানা চার ম্যাচ জিতেছে। কিন্তু শ্রেয়তর রানরেটে শীর্ষস্থান দখলে নিয়েছে কিউই দল। তার পরেও স্বাগতিক হওয়ায় ভারতের পক্ষেই বাজি ধরেছেন টেলর, ‘ঘরের মাঠে ভারতীয় দল বড়ই নিষ্ঠুর। তারা যেভাবে সূচনা করেছে সেটা মোটেও অপ্রত্যাশিত নয়। এই মুহূর্তে বিশ্বকাপ জয়ের জন্য তাদেরকেই ফেভারিট হিসেবে দেখছি। ধর্মশালায় যাই হোক না কেন।’
আইসিসির বিশেষ কলামে টেলর আরও বলেছেন, স্বাগতিক দর্শক অবশ্যই ভারতকে বাড়তি প্রেরণা দিবে। কিন্তু বৈরি এই পরিবেশ সেরাটাই বের করে আনবে কিউইদেরদ, ‘দর্শক উপস্থিতি অবশ্যই একটা ভূমিকা রাখবে। কিন্তু আমার মনে হয় এমন বৈরি পরিবেশেই নিজেদের মেলে ধরতে পারবে নিউজিল্যান্ড।’


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩ | সময়: ৫:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ