সিংড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গণঅনশনে

সিংড়া প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবীতে নাটোরের সিংড়ায় শনিবার গণঅনশন কর্মসূচি পালন করেছে সিংড়া উপজেলা শাখার হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ।
উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিন কুমার কুন্ডর পরিচালনায় গণঅনশন কর্মসুচিতে বক্তব্য দেন, পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন কুমার কুন্ড, উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রঘুনাথ এক্কা, নন্দী গ্রাম উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ শলিল রুদ্র, নাটোর জেলা পরিষদের সাবেক সদস্য সালা উদ্দিন আল আজাদ ছানা।
গণঅনশনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার আজও বাস্তবায়ন করে নাই। আমরা এর বাস্তবায়ন চাই। এছাড়া গণঅনশনে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধের দাবি জানিয়েছেন।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২ | সময়: ৬:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ