বদলগাছীতে লাঞ্চনার শিকার গৃহবধুকে পূজার উপহার দিলেন ইউএনও

রানা হামিদ, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে লাঞ্চনার শিকার হওয়া গৃহবধূকে শারদীয় দূর্গাপূজা ও আসন্ন লক্ষীপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।

 

 

শনিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউপির গয়েশপুর বাঁশপাড়া গ্রামের গৃহবধূ বাসন্তী রানীর বাড়িতে ইউএনও পূজার এ উপহার নিয়ে হাজির হন। এসময় আরো উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।

শারদীয় দূর্গাপূজা ও আসন্ন লক্ষীপূজা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিনের সহযোগিতায় ইউএনও ঐ গৃহবধূকে দুটি শাড়ি উপহার দেন। সম্প্রতি ঐ গৃহবধূকে পরকীয়ার অযুহাতে গ্রাম্য শালিসে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে লাঞ্ছিত করা হয়।

পূজার উপহার পেয়ে আবেগাপ্লুত গৃহবধূ বাসন্তী রানী বলেন, আমি উপহার পেয়ে খুব খুশি। এরকম উপহার আমি আগে কখনো পাইনি। ভগবানের কাছে দোয়া করি ভগবান যেন তাদের মঙ্গল করেন।

সানশাইন / শামি


প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ | সময়: ৬:২৫ অপরাহ্ণ | Daily Sunshine