ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’ নওগাঁর উদ্যোগে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে সামনে এই মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা বিন আলী পিন্টু, মুকুল চন্দ্র কবিরাজ, গুরুদাস দত্ত, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক এম.এম রাসেল, সহ-সাধারন সম্পাদক নাইস পারভীনসহ প্রমুখ।
বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকাসহ পশ্চিমা বিশে^র কতিপয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে নিরস্ত্র নিরীহ মানুষকে হত্যা করছে। বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনবাসীর ঘর-বাড়ি ধ্বংস হচ্ছে। এমনকি হাসপাতাল পর্যন্ত রক্ষা পাচ্ছে না।
হামলায় নিষ্পাপ শিশুরা পর্যন্ত প্রাণ হারালেও বিশে^র তথাকথিত মানবতাবাদী সংগঠনগুলো এর বিরুদ্ধে কোনো ভূমিকা রাখছে না। উল্টো সেই তথাকথিত মানবতাবাদীরা ইসরাইলকেও সমর্থন দিচ্ছে। বক্তারা ফিলিস্তিনে ইসরাইলিদের হামলা বন্ধ করতে না পারায় জাতিসংঘের সমালোচনা করেন।
একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, পবিত্র আল আকসা স্মৃতিবিজড়িত গাজা মুসলিম বিশে^র কাছে মাতৃভূমি সমতুল্য। যারা মানুষ হত্যা করে তারা মানুষের বন্ধু হতে পারে না। ইসরাইলি বাহিনী অস্ত্রের ও গায়ের জোরে হামলা চালিয়ে নারী, শিশু, বৃদ্ধসহ নিরিহ মানুষদের যেভাবে হত্যা করা হচ্ছে এইটা সকল সীমা অতিক্রম করে ফেলেছে।
তিনি বলেন, পৃথিবীর শান্তিগামী ও স্বাধীনতাগামী মানুষরা একই সুরে কথা বলছে আর যুদ্ধ নয় আর মানুষ হত্যা নয়।
করছি তারা ফিলিস্তিনিদের ওপর চালানো অত্যাচার নির্যাতন অতি দ্রুত বন্ধ করতে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ | সময়: ৭:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ