বাগমারায় হিন্দু সম্প্রদায়ের ৫ হাজার নারী পেলেন এমপি এনামুলের শাড়ী

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর বাগমারার ৫ হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী পেলেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের শাড়ী। রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তিগতভাবে শারদীয় উৎসব উপলক্ষে নিজ হাতে এসব শাড়ি বিতরণ করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বাগমারা উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন আছে যারা পূজো এলে একটা নতুন শাড়ী কিনতে পারে না। আবার অনেকে লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতেও পারে না। এই উপহার শুধু উপহারই নয়। এই উপহার হচ্ছে সবার সঙ্গে-দুঃখ ভাগাভাগি করে নেয়া। হিন্দু সম্প্রদায়ের সবাই যেন সুন্দর ভাবে দুর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে প্রায় ৫ হাজার নারী-পুরুষের মাঝে পূজার উপহার বিতরণ করেন এমপি এনামুল হক।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ।


প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ | সময়: ৭:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর