তানোরে কৃষি প্রনোদনার সার ও বীজ বিতরন

স্টাফ রিপোর্টার,তানোর: রাজশাহীর তানোরে ৫ হাজার ৬শ’ ৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ প্রনোদনা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি প্রনোদনার বিতরন অনুষ্ঠানে তানোর উপজেলা দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের কৃষি প্রনোদনার এসব সাব ও বীজ তুলে দেন স্থানীয় আলহাজ ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, কৃষি অফিসার সাইফুল্ল্াহ আহম্মদ, বাধাইড় ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মতিন, তালন্দ ইউনিয়ন চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, চান্দুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রমুখ।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, রবি মৌসুমের জন্য ৪শ’ কৃষককে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি। ১শ’ ৫০ জন কৃষককে ২ কেজি করে ভুট্টা বীজ ও ২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি। ৫ হাজার কৃষককে সরিষা বীজ ১ কেজি করে ও ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি। ১০ জন কৃষককে সূর্য মূখী বীজ ১০ কেজি করে ও ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে। ৮০ জন কৃষককে মসুর বীজ ৫ কেজি করে ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি। ২০ জন কৃষককে খেঁসারি বীজ ৮ কেজি করে ও ডিএপি ১০ কেজি এবং ৫ কেজি করে এমওপি, ২০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পিয়াজের বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ | সময়: ৬:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ