রাজশাহী কলেজে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয় রবিবার। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী ক্লাসে উপস্থিত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর আগত অভিভাকদের নিয়ে অনুষ্টিত হয় ‘অভিভাবক সমাবেশ’। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুঃ যহুর আলী, একাদশ শ্রেণি ভর্তি কমিটি-২০২৩ এর আহ্বায়ক জনাব মুহাঃ মাহফুজ হাসান, কলেজের শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকবৃন্দ। উপাধ্যক্ষ মহোদয় বলেন শিক্ষার্থীদের গুণগত ও মানসম্মত শিক্ষা প্রদান করে তাদের যুগোপযোগী করে গড়ে তোলা রাজশাহী কলেজের অন্যতম উদ্দেশ্য। ক্লাস কার্যক্রম ও উপস্থিতি মনিটরিংয়ের জন্য তিনিসহ বিভিন্ন কমিটি কাজ করেন। এসব কমিটির কাজে সহযোগিতার জন্য তিনি উপস্থিত অভিভাবদের আহ্বান জানান। অধ্যক্ষ মহোদয় উপস্থিত অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন- শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই ত্রিমাত্রিক স¤পর্ক ছাড়া কোন শিক্ষার্থীর পক্ষে কাক্সিক্ষত সাফল্য অর্জন সম্ভব নয়। অতীতের মতো ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকগণ আমাদের পাশে থেকে শিক্ষার গুণগত মনোয়ন্নয়ন ও রাজশাহী কলেজের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩ | সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ