রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে রমজান আলী (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছে। নিহত রমজান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
রবিবার (০৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ঘোড়ারস্টান্ড মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ থেকে আসা একটি পাথর বোঝায় ট্রাক মহারাজপুর ঘোড়ারস্টান্ড মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ব্রেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে প্রবাসী রমজান ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় পাথর বোঝায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।
নিহতের শশুর মনিরুল ইসলাম জানান, রমজান আলী ৪ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। আগামী ২০ অক্টোবর তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো।
সানশাইন/সোহরাব