বাগমারায় অগ্নিকান্ডে দুই কৃষকের বাড়ি ভষ্মিভূত

স্টাফ রিপোার্টার, বাগমারা: রাজশাহীর বাগমারারায় অগ্নিকান্ডে দুই কৃষকের বাড়ি আগুনে সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়ে গেছে। এ অগ্নিকান্ডে গবাদি পশু হাঁস-মুরগীসহ বাড়ির মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এতে সম্পদ হারিয়ে স্বল্প আয়ের দুই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে কৃষক মোবারক হোসেন ও মৃত গব্বরা আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে বুধবার রাত সাড়ে ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সন্ধ্যার পর হঠাৎ করে মোবারকের বাড়িতে আগুন লেগে নিমিষে পার্শ^বর্তি ইদ্রিস আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় বাড়িতে থাকা কয়েকজন মহিলা। সাথে সাথে তার চিৎকার দিতে পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে তা ব্যর্থ হন। আগুন মূহুর্তের মধ্যে এক বাড়ি থেকে অন্য বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই ওই আগুনে লেলিহানে পাকা টিনসেডের দুইটি বাড়ির চাতালের উপর রাখা ধান, ভুট্রাসহ বাড়ির সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এ অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি। তবে চুলার আগুনের সুত্রপাত হতে পারে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩ | সময়: ৫:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ