নতুন মুখের আভাস দিলেন বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ২১ ও ২৬ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিকে সামনে রেখে জাতীয় টিমস কমিটি তাদের রূপরেখা ঘোষণা করেছে আজই। সৌদি আরবে আবাসিক ক্যাম্প ছাড়া সংশ্লিষ্ট সবকিছু বিস্তারিত তুলে ধরেছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। সেই সভাতে ছিলেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। ফিলিস্তিন ম্যাচে বাংলাদেশ দলে নতুন মুখ দেখারও আভাসও মিলেছে স্প্যানিশ কোচের বক্তব্য থেকে।
২৪ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন কাবরেরা। সেই দল সম্পর্কে বলেছেন, ‘চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও আমরা প্রাথমিক স্কোয়াড ২৬-২৮ জনের করতে পারি। সংখ্যাটি এখনও ঠিক করিনি।’
২৬-২৮ জনের মধ্যে কোনও নতুন মুখ থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে কাবরেরা বলেছেন, ‘২৬-২৮ জনের একটি স্কোয়াড হতে পারে। নতুন মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, সেটা তরুণদের মধ্যে থেকে হওয়ার সম্ভাবনা বেশি।’ এনিয়ে কিছুটা বিশ্লেষণও করেছেন কোচ, ‘এই দুটি ম্যাচের বাইরেও আমাদের বছরে আরও অনেক খেলা থাকবে। সে খেলার জন্য তৈরি করতে খেলোয়াড় প্রয়োজন। (দল ঘোষণার আগে) এখনও লিগের তিন রাউন্ড খেলা বাকি। অনেক কিছুই ঘটতে পারে।’
প্রিমিয়ার লিগে দেশি ফুটবলাররা গোল পাচ্ছেন। বিষয়টি বেশ ইতিবাচকভাবে দেখছেন কাবরেরা, ‘এটা অবশ্যই ভালো দিক, দেশি ফুটবলাররা গোল পাচ্ছেন। সবার ওপরই আমাদের নজর রয়েছে।’ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রচুর কার্ড দেখতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। এই প্রসঙ্গে কোচ বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অনেক সময় ফুটবলারদের আচরণ এমন হতে পারে। এরপরও এই বিষয়টি নিয়ে আমাদের সচেতন থাকতে হবে।’
বাংলাদেশ দলে প্রবাস থেকে খেলছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজী। জাতীয় দলে আরও প্রবাসীদের সুযোগ নিয়ে কোচ বলেছেন, ‘সবার জন্যই আমাদের দরজা খোলা। এই মুহূর্তে (বিশ্বকাপ বাছাই) এমন কোনও সুযোগ দেখছি না।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর