সর্বশেষ সংবাদ :

তিন সেঞ্চুরিতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার রেকর্ড রান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শেষেই ওয়ানডেকে বিদায় বলবেন কুইন্টন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে শেষের শুরুটা তিনি রাঙালেন সেঞ্চুরি করে। শুধু এই ওপেনার নয়, আরও দুই ব্যাটারের সেঞ্চুরিতে চড়ে বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করলো দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে ৫ উইকেটে ৪২৮ রান করেছে তারা। ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার করা ৪১৭ রানের রেকর্ড ভেঙে দিয়েছে প্রোটিয়ারা।
মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমাকে ফিরিয়ে শ্রীলঙ্কার চওড়া হাসি বেশিক্ষণ থাকেনি। রাসি ফন ডার ডুসেনকে নিয়ে ২০৪ রানের জুটিতে বড় পুঁজির আভাস দেন ডি কক। ৮৪ বলে ১২ চার ও ৩ ছয়ে ১০০ রানে থামেন তিনি। তারপর ফন ডার ডুসেন ও এইডেন মারক্রামও দেখা পান সেঞ্চুরির। ১১০ বলে ১৩ চার ও ২ ছয়ে ১০৮ রানে থামেন ফন ডার ডুসেন। দুজনের জুটি ছিল ৫০ রানের।
হেনরিখ ক্লাসেনকে নিয়ে মারক্রাম ৭৮ রানের জুটিতে স্কোর তিনশ ছাড়িয়ে নেন। ৫৪ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১০৬ রান করেন মারক্রাম। ৪৯ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন তিনি। শেষ দিকে ক্লাসেনের ২০ বলে ৩২ ও ডেভিড মিলারের ২১ বলে ৩৯ রানে চড়ে চারশ পার করেন।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ | সময়: ৬:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ