দুটি প্রস্তুতি ম্যাচই ভেসে গেলো ভারতের

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের আগে গা গরমের প্রস্তুতি ম্যাচটাই ঠিকমতো হলো না ভারতীয়দের। নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেছে। ফলে প্রস্তুতি ম্যাচে কোনও বল না খেলেই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে স্বাগতিক দল।
মঙ্গলবারের ম্যাচের ভেন্যু ছিল থিরুভানান্থাপুরাম। অবস্থা এমন ছিল যে কোনও টসই হয়নি। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটির ৩০ সেপ্টেম্বরের প্রথম ম্যাচটাও পরিত্যক্ত হয়েছে প্রকৃতির বাগড়ায়। যদিও সেদিন টসটা অন্তত করা গেছে।
ভারতের মতো হতভাগা বলতে হবে ডাচদেররও। ২০১১ বিশ্বকাপের পর ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামার আগে একই পরিস্থিতির মুখোমুখি তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য ব্যাটিং আর বোলিংটা করা গেছে। কিন্তু পুরো ম্যাচ না হওয়ায় কোনও ফল আসেনি তাতে। ভারতের অবশ্য দুশ্চিন্তার কিছু নেই। টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। চেন্নাইয়ে তাদের উদ্বোধনী ম্যাচ ৮ অক্টোবর। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ডাচরা টুর্নামেন্ট শুরু করবে ৬ অক্টোবর। হায়দরাবাদে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ