নগরীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন দাবি আদায়ে লক্ষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বানে সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার রাজশাহী সরকারি মহিলা কলেজে এ কর্মবিরতি পালিত হয়।
সংগঠনের দাবিগুলো হচ্ছে-প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিল ভূক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন।
এ কার্যক্রমে অত্র কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী সরকারি মহিলা কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী সরকারি মহিলা কলেজ ইউনিটের সম্পাদক প্রফেসর শামসুজ্জোহাসহ সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ | সময়: ৬:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ