রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু, সম্পাদক মাহাতাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন হামিদুর আলম সাজু আর সাধারণ সম্পাদক হয়েছেন মাহাতাব হোসেন চৌধুরী। রবিবার ভোরে নির্বাচনের এই ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ২১টি পদেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রফিক।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে হামিদুর আলম সাজু ঘোড়া প্রতীকে ১ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর সাধারণ সম্পাদক পদে মাহাতাব হোসেন চৌধুরী স্টিমার প্রতীকে ১ হাজার ৫১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ঘোষিত অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতির ২টি পদে (১ম) রফিক আলী পাখি টিয়া পাখি প্রতীকে এক হাজার ১৫৬ ভোট, (২য়) রজব আলী ফুটবল প্রতীকে এক হাজার ৮৩ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদের ২টি পদে (১ম) গাজী উট প্রতীকে এক হাজার ৫৮০ ভোট,(২য়) আরিফ শেখ হাতি প্রতীকে এক হাজার ৩৭৫ ভোট, কোষাধ্যক্ষ পদে জহুরুল ইসলাম জনি জগ প্রতীকে এক হাজার ৭৩ ভোট, সাংগঠনিক সম্পাদকের ২টি পদে (১ম) ফেরদৌস বন্দুক প্রতীকে এক হাজার ৯৫১ ভোট, (২য়) সুলতান ইসলাম টিউবওয়েল প্রতীকে এক হাজার ৪২৩ ভোট, দপ্তর সম্পাদক পদে মামুন হোসেন হর্ণ প্রতীকে এক হাজার ৭৫৭ ভোট, সহ-দপ্তর সম্পাদকেরপদে বাবু পাওয়ার ট্রিলার প্রতীকে এক হাজার ১১৪ ভোট, সাংস্কৃতিক, ক্রিয়া ও প্রচার সম্পাদকের পদে গোলাম আযম জুলমত ভ্যান গাড়ি প্রতীকে এক হাজার ২০২ ভোট, সড়ক সম্পাদকের ৩টি পদে (১ম) সজীব আহম্মেদ একতারা প্রতীকে ৯৭২ ভোট, রিংকু কুমার দাস স্প্রিংপাতি প্রতীকে ৮৭৯ ভোট, কাজিরুল ইসলাম সেলিম কামান প্রতীকে ৮৮৫ ভোটে জয়লাভ করেছেন।
এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্যের ৬টি পদে যথাক্রমে আলমগীর মোল্লা মাইক প্রতীকে এক হাজার ০৯৬ ভোট, সমর কুমার রায় হ্যান্ডশেক প্রতীকে ৯২৭ ভোট, আমজাদ হোসেন ডালরেঞ্জ প্রতীকে ৯১২ ভোট, সজল হোসেন টুপি প্রতীকে ৮৮৯ ভোট, সেলিম হোসেন মোবাইল প্রতীকে ৮৮৮ ভোট এবং পারভেজ হক টায়ার প্রতীকে ৮৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।,
উল্লেখ্য রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক সাধারণ নির্বাচনে গত শনিবার রাজশাহীর এএইচএম কামরুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩ | সময়: ৬:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ