ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক: ভারতে আগামী অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলোকে। শুক্রবার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
আগামী আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার। ফাইনালে পরাজিত দল পাবে অর্ধেক, ২০ লাখ মার্কিন ডলার। গ্রুপ পর্বে রাউন্ড রবিন ফরম্যাটে ১০ দলের সবাই একে অন্যের মুখোমুখি হবে। শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। খালি হাতে ফিরবে না কোনও দল। নকআউটে উঠতে না পারা প্রতিটি দল পাবে ১ লাখ মার্কিন ডলার করে। আর গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য পকেটে ঢুকবে ৪০ হাজার মার্কিন ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে ৮ লাখ মার্কিন ডলার করে। আগামী নারীদের বিশ্বকাপের জন্যও একই প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩ | সময়: ৪:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ