পেরুকে ১৫ গোলে বিধ্বস্ত করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে পেরুকে দুইদিন আগেই হারিয়েছে ব্রাজিল। সেবার ১-০ ব্যবধানে হারলেও পেরুকে এবার বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। অবশ্য ফুটবলে নয় ফুটসালে এই জয় পেয়েছে তারা।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের চতুর্থ রাউন্ডে পেরুকে ১৫-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। ‘সুদামেরিকানো সাব-২০’ নামে পরিচিত এই প্রতিযোগিতার ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। একই দিন জয় পেয়েছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও। ইকুয়েডরকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ব্রাজিলের সঙ্গে প্রতিযোগীতার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনাও। ইনডোর ফুটবলের আসর ফুটসালের এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ