সর্বশেষ সংবাদ :

বাস ছিনতাইয়ের পর যাত্রী তুলে চলতো ডাকাতি

ঢাকা অফিস: যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরাধীরাও বেছে নিচ্ছে নিত্যনতুন কৌশল। তাদের অভিনব পন্থার সামনে প্রায়ই আর্থিক লোকসানের পাশাপাশি জীবন বিপন্ন হচ্ছে সাধারণ মানুষের। সম্প্রতি এমনই এক দুর্ধর্ষ ডাকাতদলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩১ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার এ কথা জানান। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে অনলাইন গণমাধ্যম বিডিনিউজ জানায়, চক্রটি প্রথমে যাত্রী সেজে বাসে উঠতো। এরপর অস্ত্রের মুখে বাসের কর্মী ও যাত্রীদের জিম্মি করে নিজেরাই চালক, হেলপার ও যাত্রী সেজে বিভিন্ন জায়গা থেকে আরও যাত্রী তুলতো। এভাবে একেক জায়গা থেকে যাত্রীদের জিম্মি করে তাদের সর্বস্ব লুটের পর সাভার, টাঙ্গাইল ও গাজীপুরের নির্জন এলাকায় হাত-পা বেঁধে চলন্ত বাস থেকে ফেলে দিতো। পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২০ জানুয়ারি রাত ১টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে টাঙ্গাইলে যাওয়ার পথে বাসে ডাকাতির শিকার হন টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. শফিকুল ইসলাম ও তার বন্ধু রাকিব। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা, শফিকুল ইসলামের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা ৫ হাজার টাকা, দুটি এটিএম কার্ড থেকে আরও ১ লাখ ৬০ হাজার টাকাসহ মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। এরপর তার হাত-পা, চোখ-মুখ বেঁধে বাস থেকে ফেলে দেওয়া হয়।


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ১১:৩৪ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর