এবার ভারতকে হারিয়ে ট্রফি জিততে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে শুরুর ম্যাচে শেষ দিকে এসে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা দুই ম্যাচ জিতে ফাইনালে খেলার অপেক্ষায় তারা। আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টায় ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশের সামনে বাধা সেই ভারত। ফাইনালে ভারতকে হারিয়ে উৎসব করতে চাইছে লাল-সবুজ দল।
২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল। সিলেট জেলা স্টেডিয়ামে সেবার ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা এসেছিল। ভুটানে আবারও শিরোপা জেতার পণ বাংলাদেশের কোচ ও খেলোয়াড়দের।
সেমিফাইনালে বাংলাদেশ পিছিয়ে থেকে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে। দলটির কোচ ও সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান মনি শনিবার সংবাদমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন এভাবে, ‘পাকিস্তান অনেক ভালো দল ছিল। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এখন আমরা ফাইনাল খেলবো। ভারতের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছি। প্রথম ম্যাচ হারের পর ছেলেদের মধ্যে কমিটমেন্ট তৈরি হয়েছে ফাইনাল খেলবে। এখন প্রথম ম্যাচের ভুল শুধরে নিজেদের সেরাটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে পারবো।’
ভুটানে এক দিন পর পর খেলতে হচ্ছে। তাই টুর্নামেন্টটা কঠিন হচ্ছে সবার জন্যই। কোচ বলেছেন, ‘একদিন পর পর ম্যাচ খেলা আসলেই কঠিন। রিকোভারি করার সুযোগ কম থাকে। আমাদের সহঅধিনায়ক আশিক অসুস্থ ছিল। শেষ ম্যাচ খেলতে পারেনি। আজ অনুশীলন করবে। তারপর দেখা যাক কী হয়। আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।’
অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল নিজেদের ভুলগুলো শুধরে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘ভারতের বিপক্ষে শুরুর ম্যাচ হেরেছি। এটা সবাই জানেন। আবার তাদের বিপক্ষে ফাইনাল। আগে যা ভুল ছিল তা শুধরে নিতে চাই। সবার মনে জেদ চেপেছে। সবাই উজ্জীবিত আছে। ওদেরকে হারিয়েই যেন চ্যাম্পিয়ন হতে পারি।’
দলের সবাই ফাইনাল জেতার জন্য উন্মুখ হয়ে আছে। অধিনায়কের কথাতে তা পরিষ্কার, ‘দলের অবস্থা আল্লাহর রহমতে ভালো। নেপাল ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছি। এখন দেশবাসীকে ট্রফি এনে দিতে চাই। সবার মধ্যে সেটাই কাজ করছে। দেশের মানুষের জন্য খেলে থাকি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ট্রফি নিয়ে দেশে ফিরতে পারি।’


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর