সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে পরিচ্ছন্ন বিভাগের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আগমন করবেন। এ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেনের পরিচ্ছন্ন বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে উন্নয়নে রাজশাহী এখন রোল মডেলে পরিণত হয়েছে। পরিচ্ছন্ন, সবুজ, নির্মল বায়ুর নগরী এখন রাজশাহী। আইল্যান্ডে সুশোভিত ফুল শোভা পাচেছ। রাস্তা প্রশস্তকরণ, আলোকায়ণসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রাজশাহী। রাজশাহী দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম পরিচ্ছন্ন নগরীর স্বীকৃতি লাভ করেছে। এ সুনাম আমাদের ধরে রাখতে হবে। মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ২য় মেয়াদে নির্বাচিত হবার পর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজশাহী মহানগরীর উন্নয়ণে প্রায় তিন হাজার কোটি টাকার বৃহৎ প্রকল্পটি অনুমোদন দেন। রাজশাহীকে এগিয়ে মাননীয় মেয়রের দিক নির্দেশনায় এ প্রকল্পের আওতায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, দ্রুত নগরায়ণের ফলে এ নগরীতে ব্যাপক কর্মযজ্ঞের সাথে সাথে মাটি, রাবিশ, বালি নির্মাণ সামগ্রী নগরীর পরিবেশকে দুষিত করছে। মাননীয় প্রধানমন্ত্রী আগমণ উপলক্ষে নগরীকে পরিচ্ছন্ন রাখতে রাস্তার ধারে সকল নির্মাণ সামগ্রী অপসারণ করে নগরীকে তকতকে ঝকঝকে রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়।
গুরুত্বপূর্ণ সড়কের ধারে রাখা সকল নির্মাণ সামগ্রী মাটি রাবিশ, ইট বালু খোয়া ও সৌন্দয্যহানিকর সকল ব্যানার ফেস্টুন অপসারণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় আরোও বক্তব্য দেন রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মোঃ সাজ্জাদ আলী সহ পরিচ্ছন্ন বিভাগের সকল পরিদর্শক, পরিচ্ছন্ন সুপারভাইজারগণ এ সময় উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ | সময়: ৪:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ