শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ভালো খেলতে আশাবাদী সাকিব

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচ শেষে বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। এদিন অনুশীলন না করলেও শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় অনুশীলনের সূচি রয়েছে। দ্বিতীয় পর্বের শুরুটা ভালো না হওয়ায় সাকিব টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে ভালো করতে আশাবাদী।
এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ১৫ সেপ্টেম্বর সাকিবরা খেলবে ভারতের বিপক্ষেও। ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাকি দুই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই। সাকিব আশা করছেন, ঘুরে দাঁড়াতে পারবেন শ্রীলঙ্কাতেই। তিনি এখন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পেতে মরিয়া, ‘এলপিএলে দেখেছিলাম পিচ কিছুটা মন্থর, ওঠানামা ছিল। ওটা আমাদের সহায়তা করতে পারে। আশা করি, কলম্বোয় আমরা ভালো করবো।’
ব্যাটিং খারাপ হলেও বাংলাদেশ বোলিংয়ে সাফল্য পাচ্ছে নিয়মিতই। গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসাররা ২২ গজে রাজত্ব করছেন। সাকিবের দুর্ভাবনায় তাই ব্যাটিং, ‘বোলিংয়ে আমাদের ভালো হচ্ছে। তবে ব্যাটিং এই ভালো, এই খারাপ।’


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ | সময়: ৬:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ