সর্বশেষ সংবাদ :

শিক্ষক-কর্মচারীদের নৌকার পক্ষে থাকার আহ্বান ফারুক চৌধুরীর

স্টাফ রিপোর্টার, তানোর: বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ গর্বিত ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে। শিক্ষকদের বলবো দেশকে ভাল বাসতে হবে, শিক্ষার্থীদের ভালভাবে পড়া লেখাপড়া করাতে হবে, নিজেকে ভাল শিক্ষকের পরিচয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের বাইরে ও শিক্ষার্থীদের জন্য সময় দিতে হবে শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের বড় ভুমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন বাড়িয়ে দিয়ে দ্বিগুন করেছে। প্রধানমন্ত্রী যেমন আপনাদের কথা ভাবেন তেমনি আপনারা প্রধান মন্ত্রীর নৌকার কথা ভাববেন। নৌকার মার্কার পক্ষে থাকবেন। গতকাল শনিবার তানোরে নাইস গার্ডেনে শিক্ষক-কর্মচারী মিলন মেলায় এসব কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী- ১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
দিনব্যাপী তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী এবং প্রাথমিক শিক্ষক কর্মচারীদের মিলন মেলার আয়োজন করা হয়।
উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে পিযুষ কান্তি চৌধুরীর সঞ্চালনা ও তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, তনোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার সুজন, তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, কামারগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমানসহ সকল কলেজ প্রভাষক ও প্রাথমিক শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ