বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ম্যাচে হারলে এবারের এশিয়া কাপ শেষ হয়ে যাবে সাকিব আল হাসানদের। আবার জিতলেই যে আশা বেঁচে থাকবে এমনটাও নয়। রান রেটের হিসেবও কষতে হবে।
বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ শুরুটা ভালোই করছে। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৩৪ রানের বিশাল পুঁজি পেয়েছে। সুপার ফোর নিশ্চিতে বাংলাদেশের চাই বড় জয়। তাহলে নেট রান রেট ভালো থাকবে সাকিবদের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারায় রান রেটে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। এজন্য আফগানিস্তানকে আটকাতে হবে ২৭৯ রানের মধ্যে। তাহলে রান রেটের হিসেব না কষেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে।
আর আফগানিস্তান যদি এই রানের বেশি করে এবং ম্যাচ হেরে যায় তাহলে বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হবে। তাকিয়ে থাকতে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের দিকে। আর হারলেই সব শেষ। তখন একদিন অপেক্ষার পর লাহোর থেকে কলম্বো ফিরে ধরতে হবে দেশের বিমান।


প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ