সালাহকে সৌদিতে নিতে ২০৭২ কোটি টাকার প্রস্তাব লিভারপুলের ‘না’

স্পোর্টস ডেস্ক: টাকার ঝনঝনানিতে একের পর এক ফুটবলার পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। ক্রিশ্চিয়ানো রোনালদো গেছেন, গেছেন নেইমারের মতো তারকাও। এবার লিভারপুলের মোহাম্মদ সালাহর দিকে হাত বাড়িয়েছিল সৌদি ক্লাব আল ইত্তিহাদ।
সালাহকে কিনতে লিভারপুলের কাছে ১৫০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ২০৭২ কোটি টাকার বেশি) বিশাল প্রস্তাব দিয়েছিল আল ইত্তিহাদ। কিন্তু লিভারপুল সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে খেলাধুলার জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন’।
৩১ বছর বয়সী সালাহকে নিতে সৌদি চ্যাম্পিয়নরা কয়েক সপ্তাহ ধরেই দৌড়ঝাপ করছে বলে শোনা যাচ্ছিল। তবে লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ শুরু থেকেই বলে আসছিলেন, মিসরীয় ফরোয়ার্ডকে তারা কিছুতেই ছাড়বেন না। লিভারপুল কর্তৃপক্ষ অবশ্য আগেই স্বীকার করেছে, সালাহর প্রতি আগ্রহ দেখাচ্ছে আল ইত্তিহাদ। তবে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তারা পাননি জানা গিয়েছিল এমনটা।
তবে শুক্রবার সকালে নিশ্চিত হয়েছে, ইত্তিহাদ সালাহর জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব রেখেছে, অন্যান্য সুযোগ সুবিধাসহ যা কিনা পড়বে ১৫০ মিলিয়ন পাউন্ড। আনুষ্ঠানিক সে প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে লিভারপুল। ইংলিশ ক্লাবটির একটি সূত্র ‘ইএসপিএন’কে জানিয়েছে, ‘এই খেলোয়াড় বিক্রির জন্য নয়।’ অর্থাৎ কোনো লোভনীয় প্রস্তাব দিয়েই সালাহকে কেনা যাবে না।
আল ইত্তিহাদে খেলতে গেছেন সাবেক রিয়াল তারকা করিম বেনজেমা। সালাহকে নিয়ে তারা আক্রমণভাগকে ভয়ংকর করতে চাইছিল। পাঁচ বছর লিভারপুলে খেলা সালাহর সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহোও এখন আল ইত্তিহাদে। তাই সালাহ পুরোনো সঙ্গীর সঙ্গে মিলিত হতে পারেন, এমন সম্ভাবনা ছিল। তবে লিভারপুল সব সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩ | সময়: ৫:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ