ডেঙ্গুতে অগাস্টে রেকর্ড ৩৪২ মৃত্যু

সানশাইন ডেস্ক: ডেঙ্গুতে এক মাসে তিনশর বেশি মৃত্যু প্রথম দেখল বাংলাদেশ; হাসপাতালেও ৭০ হাজারের বেশি রোগীকে আগে যেতে হয়নি। দুটো ক্ষেত্রেই নতুন রেকর্ড গড়ে ভয়াল মাস হিসেবে দেখা দিল বিদায়ী অগাস্ট।
অগাস্টের শেষ দিন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু এবং ২৩০৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে। তাতে দেখা যায়, এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে অগাস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু ঘটেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে ৭১ হাজার ৯৭৬ জনকে।
বাংলাদেশে এর আগে ২০১৯ সালের অগাস্ট মাসে ৫২ হাজার ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলের। এতদিন সেটাই ছিল এক মাসে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা। আর এর আগে সারা বছরেও তিনশর বেশি মানুষের মৃত্যু হয়নি। নতুন রোগীদের নিয়ে এই বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৮০৮ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৩।
গত একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের ৮৭৫ জন ঢাকায় এবং ১৪৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায়। মৃতদের মধ্যে ১৬ জনই ছিলেন ঢাকার বিভিন্ন হাসপাতালে, ঢাকার বাইরে মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৩৭৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৮১৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৫৬১ জন।
এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। অগাস্টে তা আরও বেড়েছে। মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হন।
জুনে সারাদেশে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। জুলাইয়ে সংখ্যাটি এক লাফে ২০৪ জনে উঠে যায়। অগাস্টে তা সাড়ে তিনশর কাছাকাছি পৌঁছে গেল। এর আগে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এ্প্িরলে ২ জন, মে মাসে ২ জন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গিয়েছিল, তা তেকেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কাও রয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন। এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এর আগে এক বছরে সর্বোচ্চ সংখ্যা ছিল। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।


প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩ | সময়: ৫:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ