রুদ ও সিৎসিপাসের বিদায় তৃতীয় রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনে অঘটনের শিকার হয়েছেন গতবারের রানার্সআপ ক্যাস্পার রুদ ও এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট স্তেফানোস সিৎসিপাস। দুজনই বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। প্রত্যাশিত জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।
নিউ ইয়র্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে র‌্যাঙ্কিংয়ে ৬৭তম স্থানে থাকা চীনের চাং চিচেংয়ের কাছে ৬-৪, ৫-৭, ৬-২, ০-৬, ৬-২ গেমে হারেন পঞ্চম বাছাই রুদ। ১৯৭৩ সালে এটিপি র‌্যাঙ্কিং চালুর পর প্রথম চাইনিজ পুরুষ খেলোয়াড় হিসেবে শীর্ষ পাঁচের কাউকে হারানোর কীর্তি গড়েছেন চাং চিচেং। র‌্যাঙ্কিংয়ে ১২৮তম স্থানে থাকা সুইজারল্যান্ডের কোয়ালিফায়ার ডোমিনিক স্ট্রিকারের কাছে ৭-৫, ৬-৭, (২-৭), ৬-৭ (৫-৭), ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে হারেন সপ্তম বাছাই সিৎসিপাস।
অনায়াস জয় পেয়েছেন পুরুষ এককে রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। তিনি ৬-৪, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন স্পেনের বের্নাবে সাপাতা মিরায়েসকে। দুই বছর পর ইউএস ওপেনে ফিরে প্রথম রাউন্ডের জয় কার্লোস আলকারাসকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা নিশ্চিত করেন জোকোভিচ। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের গত আসরে তিনি খেলতে পারেননি কোভিড টিকা না নেওয়ার কারণে। এখানে তিনবারের চ্যাম্পিয়ন ৩৬ বছর বয়সী তারকা এবার জিতলে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলবেন।
সেই লক্ষ্যে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে শুক্রবার স্বদেশী লাসলো জেরের মুখোমুখি হবেন এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতা জোকোভিচ। নারী এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেক ও কোকো গাউফ। শীর্ষ বাছাই শিয়াওতেক ৬-৩, ৬-৪ গেমে হারান অস্ট্রেলিয়ার ড্যারিয়া স্যাভিলকে। রাশিয়ান টিনএজার মিরা আন্দ্রেভাকে ৬-৩, ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বাছাই গাউফ।


প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩ | সময়: ৪:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ