সর্বশেষ সংবাদ :

অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার : নাটোর-৪ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনঃনির্বাচিত মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বিবৃতিতে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ আওয়ামী লীগে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক : নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি।
এক শোকবার্তায় তিনি প্রয়াত আব্দুল কুদ্দুসের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় শাহরিয়ার আলম বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল কুদ্দুস আমাদের মহান মুক্তিযুদ্ধে, মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার হিসেবে, অসামান্য অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক ও জনপ্রিয় এই নেতা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নিয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সবসময় তাঁর নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে তাদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো।’
মহানগর আওয়ামী লীগ : নাটোর-৪ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩ | সময়: ৫:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ