২৫ বছর আগের রেকর্ড ভাঙলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে মাত্র ২০১ রানে অলআউট। বড় ধরনের ব্যাটিং ব্যর্থতাই বলা যায়। কিন্তু পাকিস্তানের বোলাররা এই সংগ্রহকেও প্রতিপক্ষের জন্য হিমালয় বানিয়ে ছাড়লেন। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারেই ৫৯ রানে গুটিয়ে গেলো আফগানিস্তান। আফগানদের ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২০১৬ সালে শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল আফগানরা।
হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান পেয়েছে ১৪২ রানের বড় জয়। শুরুতে ব্যাট করে নিজেরা অলআউট হওয়া ম্যাচে সব থেকে বড় ব্যবধানে পাকিস্তানের জয়ের রেকর্ড এটি। এই নিরিখে তাদের আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, ২৫ বছর আগে। ১৯৯৮ সালে পার্লে নিজেরা ২৪৯ রানে অলআউট হওয়া সত্ত্বেও পাকিস্তান শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেয় ১৩৯ রানে। ১১০ রানে সেই ম্যাচ জেতে পাকিস্তান।
এদিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সব থেকে কম রানে (৫৯) অলআউট হওয়ার লজ্জাজনক নজির গড়েছে আফগানিস্তান। এর আগে এই হতাশাজনক রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। তারা ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানে অলআউট হয়। কিউইদের সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছে আফগানরা।


প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩ | সময়: ৪:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর