সর্বশেষ সংবাদ :

সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
রাজশাহী সরকারি মহিলা কলেজের আয়োজনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহ্ফিল বৃহস্পাতিবার সকালে (১০ আগস্ট ) কলেজ চত্বরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা।

 

 

 

 

 

সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহাযোগী অধ্যাপক জনাব মোঃ মোজাফফার হোসাইন।

আলোচনা সভা শেষে পবিত্র কোরআন-হাদিসের বিধি-বিধান অনুসারে জীবন পরিচালিত করার লক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ কাউসার হুসাইন এবং এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আলমাছ উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারি ও এইচএসসি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীবৃন্দসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ | সময়: ৬:৩০ অপরাহ্ণ | Daily Sunshine