মুন্ডুমালায় বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর মুন্ডুমালা পৌরসভায় বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অুনষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার সময় মুন্ডুমালা পৌরসভা কনফারেন্স রুমে তানোর এপি ওয়াল্ড ভিশনের আয়োজনে মুন্ডুমালা পিএফএ সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়াল্ড ভিশন মুন্ডুমালা পৌর এরিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান ছিলেন মুন্ডুমালা পৌরসভা প্যানেল মেয়র-২ আতিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,পৌর কাউন্সিলর আতাউর রহমান, মিজানুর রহমান বুলবুল সহ পৌর এলাকার মসজিদের ঈমানগন গ্রাম্য প্রধান,কিশোর কিশোরী প্রমুখ।
সভায় ওয়াল্ড ভিশন মুন্ডুমালা পৌর এরিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস বলেন,আমরা মুন্ডুমালা পৌরসভা সাথে যৌথ কাজ করছি। আগামী এক মাসের মধ্যে মুন্ডুমালা মাহালিপাড়াকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হবে। সে লক্ষ্যে মাহালিপাড়া সকল কিশোর ও কিশোরী তালিকা করা হয়েছে। অভিভাবকগণকে সচেতন করতে একাধিক সমাবেশ করা হচ্ছে।


প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ | সময়: ৫:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ